01716906109
বিশ্বায়নের যুগে তথ্য প্রযুক্তির মাধ্যমে প্রতিটি দেশ এগিয়ৈ যাওয়ার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয় প্রতিটি বেসরকারী স্কুল, কলেজ ও মাদ্রাসায় ওয়েবসাইট খোলার নির্দেশনা কে আমি স্বাগত জানাচ্ছি। এতে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের বাস্তব অবস্থা পর্যবেক্ষণ, তদারকি ও সমস্যা সমাধানের তাৎক্ষণিক উদ্যোগ গ্রহন করার সুযোগ রয়েছে। শিক্ষা মন্ত্রণালয় কার্যক্ষেত্রে যদি তা প্রয়োগ করে যথাযথ ব্যবস্থা নেয় তাহলেই শিক্ষা, শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষকদের দুরাবস্থা থেকে উত্তরণ ঘটবে বলে আমার বিশ্বাস। সুতরাং আমি আশা করবো কোন ধরণের রাজনৈতিক বিচার বিশ্লেষণ না করে শিক্ষক, শিক্ষা প্রতিষ্ঠানের ফলাফল, শিক্ষার্থীর সংখ্যা ইত্যাদি পূঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করে পদক্ষেপ নিলে শিক্ষা ব্যবস্থার কাঙ্খিত ফলাফল অর্জিত হবে।
এছাড়াও দেশ তথা বিশ্বকে সহজে জানার এই সূযোগে নিজেকে গুটিয়ে রাখার কোন সূযোগ নেই। তাই তথ্য প্রবাহকে অবারিত করা এবং শিক্ষার্থীদের দোর গোড়ায় সংশ্লিষ্ট তথ্যসমূহকে অতি সহজে পৌছানোর জন্য হাজী চাঁন্দ মিঞা সওদাগর উচ্চ বিদ্যালয়ের নিজস্ব এই ডায়নামিক ওয়েব সাইটটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
ধন্যবাদান্তে,
মোহাম্মদ ইকবাল
সভাপতি,
হাজী চাঁন্দ মিঞা সওদাগর উচ্চ বিদ্যালয়